ব্যর্থতা-২
দুঃখ তো পেয়েছি তা বলে লাভ নেই
বরং হাসতে আমি শিখেছি বাঁচবো বলে,
বাঁচার মতো বাঁচবো বলে
মাটির ও বুঝি আঘাত লাগে আমি হাঁটি বলে
বরঞ্চ মেঘ হলে উড়ে যেতে পারতাম
নিজের সীমানা ত্যাগ করে।
Subscribe
Login
0 Comments
Oldest