বয়স
চোখ ঝাপসা, গালে পড়েছে ভাঁজ
ভালমন্দ করিতে পারিনা আঁচ,
একাকী থাকি পড়ে ঘরের কোণে
স্মৃতিগুলো ভাসে চোখের জলে।
ছিল অশ্বের গতিতে ছুটে চলা দুর্বার যৌবন,
মাঠের পর মাঠ পেরিয়ে হিজল-তমালের দেশে
মনের অনুরাগে পাতার কুটিরে ফুলের মধু খেয়ে
দিনশেষে শিস দিয়ে ফিরতাম বাড়ি সব সুখ বিলিয়ে।
আজ জীবনের সব রং গেছে মুছি
সফেদ চুলে স্মৃতিগুলো রাখি,
ছিল যত স্বপ্ন-স্বাদ এ ধরনীর পরে
সবই আজ হলো কুঁজো বয়সের ভারে।
Subscribe
Login
0 Comments
Oldest