ভালো কথা নয় !
এখন অনেক রাত,
তোর জন্যে বিছিয়ে রেখেছি এক আকাশ,
মেঘলা সুখের আল্পনা !
হাত বাড়ালেই বৃষ্টি রাতভোর !
সকালের দিকে, হালকা কথার আলসে মেঘ,
নিরর্থক স্বপ্ন দিয়ে
গালে তোর আলপনা আঁকতে চাইলে,
এবছর কাশ্মীরে আপেল টোল দেখা যাবে।
সাবধানে থাকিস ও মেয়ে,
গালে আদরের আল্পনা ভালো কথা নয় !
বেশি ভালোবাসা মোটে ভালো কথা নয় !
Subscribe
Login
3 Comments
Oldest