ভালোবাসা নেই – অর্ঘ্যদীপ চক্রবর্তী
এবার ইতি টানা হোক দূষিত ভালবাসায়।
যেখানে তোমার কোন হৃদয় নেই,
সে ভালোবাসা কি পবিত্র?
সে ভালোবাসা কি জ্যোৎস্নার আলোর মতো ফুটফুটে নাকি ভোরে ফোটা তাজা ফুলের মত নির্মল?
সে ভালোবাসা কি কাঁদতে জানে
নাকি অপেক্ষা করতে জানে ঘন্টার পর ঘন্টা?
সে ভালোবাসা কি নিঝুম রাতের মতো
নিস্তব্ধ মায়াময়
নাকি শেষ বিকেলের মরা রোদের মতো
আকুল ক্রন্দনময়?
সে ভালোবাসা কি মেঘেদের মিলনের মত
নাকি জন্ম দিতে পারে মোহনার মত সঙ্গমস্থল?
তবে রেখে লাভ কি এমন ভালোবাসা?
রক্ত ঝরিয়ে দিই ধূলায় পড়ে থাকা গোলাপে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৪জুন,২০২৩, সন্ধ্যা ছ’টা, বারুইপুর