ভয়ঙ্কর পরিস্থিতি – অসীম চক্রবর্ত্তী
এক রোগ জর্জর অথচ তড়বড়
নড়বড়ে দড়ির সাঁকো
নির্ভীকের দল কজনেই বা ঐ
সাঁকোর খবর রাখো ?
অধিক ভারে ঝুলন্ত এক তারে
সাঁকোর বাঁধন দুলছে
অভিপন্ন সাঁকোর রোজই বাঁধন
একটু একটু খুলছে ।
দিশেহারা সাঁকো রোগগ্রস্ত লাখো
অস্থির সে ভার বহনে
ক্রমেক্রমে সাঁকোয় নেই জায়গা
একটুকুও তিল ধারণে
কতো অসহায় নিচ্ছে বিদায়
করুণ সাঁকো হতে রোজ
সাঁকোর দরদে মরদে মর্দিনী
কেই বা নিচ্ছে খোঁজ ।
সাঁকোর এপারে ভোটের জোটের
হঠাৎ বাদ্য বেজেছে
অন্য পারেতে ভণ্ড তন্ত্রে
ভণ্ডামিরা সেজেছে
উভয়ের দাবী সাঁকোর চাবি
উদ্যত ছেঁড়াছিঁড়িতে
দূরে নিয়ন্ত্রক স্বার্থ সমীক্ষক
হাটছে স্বর্গ সিড়িতে ।
সম্মতি পেল সাঁকোয় প্রবেশের
বিরামহীন উপস্থিতি
নির্বোধ নিগদে, অবাধে সৃষ্ট
ভয়ঙ্কর পরিস্থিতি…