প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আবার এলো নতুন বছর । বদল ঘটল না কোন কিছুর ।

যেই আমি সেই আমি ,বদল ঘটেনি কিছুই ।

সকালবেলা সুনিশ্চিত ভবিষ্যতের আশায় দৌড়ে যাওয়ার বৃথা চেষ্টা

কোন এক অনির্দিষ্ট পথে ।

আর ক্লান্ত সন্ধ্যার প্রাকমুহুর্তে

রাস্তার কোনএক মোড়ে ,

দুই এক টান বিড়ি আর নীল গ্লাসে কড়া মদ ভুলিয়ে দেয় সারাদিনের সমস্ত ক্লান্তি !

 

যেই আমি সেই আমিই আছি ।

সেই আজও লাথি খাওয়া কুকুরের মতো দরজায় দরজায় কড়া নাড়ি

যদি খুলে যায় ভবিষ্যতের দ্বার ?

 

শুধু বদল ঘটেছে তার ।

এইতো শ্রাবণের কোনোএক লগ্নে বিয়ে হয়ে গেল

নেমন্তন্নও করেছিল আমায় !

 

যেতে পারিনি !

যেতে পারিনি হাতের বদল ঘটবে দেখতে হবে বলে ।

সন্ধ্যার প্রহরে দরজার আড়ালে নীল কড়া মদ , তাৎক্ষনিকের জন্য

ভুলিয়ে দেয় প্রিয়জনের হারানোর যন্ত্রণা ।

সিগারেটের আগুনে হৃদয় পুড়ে যাওয়ার তীব্র গন্ধ , ছড়িয়ে পড়ে সারা ঘরময় ।

 

কথা ছিল না আলাদা হবার !

চাকুরীজীবী হাতও ধরতে পারতো একটা বেকারের হাত ।

 

না !

তেমন তো কিছু ঘটেনি !

তুলোর শক্ত বিছানায় শরীর ডুব দেয় গভীর হতাশার অন্ধকারে ।

 

নতুন -সকাল

আবার পুরাতন নতুনের লড়াই  !

থেকে যাওয়া ভঙ্গুর স্বপ্ন গুলোকে জোড়া লাগাতে আজও বেরিয়ে পড়া

ভবিষ্যতের দরজায় কড়া নাড়াতে ।

পারবো কী খুলতে নতুন বছরে ভবিষ্যতের দ্বার ?

নাকি-

আরও পেরিয়ে যাবে একটি নতুন বছর ?

 

 

 

 

0

Publication author

0
I Can do it
Comments: 0Publics: 2Registration: 01-01-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে