মাগ আর মিনসে-( হাসির কবিতা )– অসীম চক্রবর্ত্তী
ইতনাসা গোঁফ তার, চেহারাটা দামড়া
বিদঘুটে মুখে ভারি ঘা-য়ে ভরা চামড়া
নাকে দিলে নস্যিটা মারে বিশটা হাচ্চি
পিছু পিছু সদা ঘোরে একদল মাচ্ছি
মগ্নসে চিবোতে দিনভর গুটখায়
ও তার নাকি বিড়ি খেলে ঘুম-ই নাকি চটকায়
মিনসেটা আগে ছিল মদনের মুনশি
বকা খেয়ে শুধু খেতো পান আর তুলসি
আয়নাতে দেখে না সে ভয় পায় বড্ড
হেঁটে গেলে পাড়াখানি ভয়ে তে হয় স্তব্দ
সেবনে সে মহুয়াতে বড় ভারি উৎসুক
পাড়াময় ছিছি রবে, বলে ব্যাটা উজবুক
সারাদিন ধরে ব্যাটা শুধু করে খুঁতখুত
চিৎকারে রাতে ভয়ে খালি বকে ভুত-ভুত
পল্লির ছোট বড় এক পাল বিচ্ছু
রাখতোনা ঘড়ে তার-ই জমা করা কিচছু
মিনসেটা পাগলাটে বিয়ে ছিল বড় সখ
ভেঙে যেত বিয়ে তারই ঘা-য়ে ভরা দেখে ত্বক
অবশেষে মিল্লরে কালো রোগা শুটকি
সারাদিন গালে পানে মুখে ভরে চুটকি
বিড়ি ফুকে ঘনঘন গুঁজে শাড়ি কোমড়ে
ইয়া মোটা মাড়ি যেন কামড়েছে ভ্রমরে
সামনের দাঁত ও ফাঁকা চোখে ভরা কেতরে
গালখানা ঢুকে গেছে অর্ধেক ভেতরে
দেখে ওরা খুশী খুবই উভয়ই উভয়ে
বিয়ে খানি সেরে নিল পুরো পাড়া রটিয়ে
অদ্ভুৎ মেনু ছিল বৌভাত আসরে
মেতে ছিল পাড়াখানি ঘন্টা কাসরে
যতখুশি খেলো সবে মহুয়া গুটখা
চুটকি ও পান ছিল, ছিল মিঠা ফুচকা
পেয়াজির সাথে ছিল পেটভরে খিচড়ি
মিষ্টির বদলে ছিল তাল মিছড়ি
হাতে হাতে হাত ধরে, বৌভাত আসরে
সারারাত জেগে ছিল মুখোমুখি বাসরে
হলো ভাব দুজনের নহে সেগো পানসে
ভালোবেসে সুখী ওরা মাগ আর মিনসে ।।