মায়ের কোল
মায়ের কোল
হাকিকুর রহমান
শিশু-
জন্মানোর পরই দু’পায়ে হাঁটতে পারেনা,
প্রথমে হামাগুড়ি দেয়, তারপর হাঁটতে শিখে;
শিশু-
জন্মিয়েই্ দেখতে পায়না,
কিছুদিন দৃষ্টিহীন থাকে, তারপর দেখতে পায়;
শিশু-
জন্মানোর পরেই কথা বলতে পারেনা,
আগে অস্ফুট কথা বলে, তারপর স্পষ্ট কথা বলে;
শিশু-
জন্মিয়েই কাঁদতে পারে,
জানান দেয় পৃথিবীকে, আমি এসেছি!
শিশু-
জন্মানোর পরই গন্ধ শুঁকতে পারে,
মায়ের কোলকে খুঁজে নেবার জন্যে।
Subscribe
Login
0 Comments
Oldest