যদি একদিনও
এ অপূর্ব আলোকধাঁধাঁয় ধাঁধিয়ে কে এক অজানা মালকিন
মমতার বিপুল আঁধারে,
অবারিত অধিকারে,
তৃষিত ধরিত্রীর মতো লুণ্ঠন করেছো, অকলুষ গ্রহণ করেছো বার বার,
যেটুকু আমার,
অসংখ্য পৃথিবীতে, দেশে, প্রদেশে, অপ্রদেশে,
অনায়াস অনায়াসে, বিস্তীর্ণ অনন্ত ব্রহ্মাণ্ডের সানুদেশে !
সসাগরা গর্বিনী সম্রাজ্ঞীর মতো কখনো অশেষ প্রচন্ড ঝড়ের আগ্রহে,
কখনো বা দীনা, মগ্না, কণ্ঠলগ্না, অসীম কি মোহে,
কখনো হেলায়, কখনো বা নেহাতই নিতান্ত অবহেলায় !
কখনো বা অতি গূঢ় অসম্ভব অনুরাগে,
আনন্দ ফাগে, অতিসান্দ্র অপরূপ রঙের খেলায় !
যদি একদিনও ভালোবেসে থাকি –
– দেনা চুকিয়ে দিও !
আমাদের কবিতার কথা, আমাদের সন্ততিদের বলে যেও !