যদি মনে করতে পারিস
তুই আমাকে যে ফুলের বাগানে নিয়ে গিয়েছিলি ,
আজ সে বাগান কাঁটা ঝোপ ঝরে ভোরে উঠেছে।
দুজনের ভালোবাসার গল্প লেখা যে ডাইরি টা ছিলো,
তাতে তোর দেওয়া গোলাপ টা রেখেছিলাম।
আজ সেটা খুলে দেখি গোলাপ টা মরে গিয়েছে।
যত্ন করে মৃত গোলাপ টা হাতে তুলে নিয়ে দেখি
ডাইরিতে একটা লাল রক্তের নদী বয়ে যাচ্ছে।
সে রক্তের নদীতে ভেসে গিয়েছে আমাদের গল্প
পরের পাতায় দেখি কাঁটার আঘাতে ক্ষত বিক্ষত
আমাদের সব ইতিকথা আমাদের ভালোবাসা।
কেন দিলি এমন গোলাপ? যাকে বাঁচিয়ে রাখা যায় না।
যার রক্তে বিবর্ণ হয়ে ওঠে শ্বেত ও সবুজ বাগান।
মনে আছে তোর সেই ঝর্ণা তলের কলরব ?
যেখানে মুগ্ধ হয়ে স্নান করেছিলাম দুজনে।
আজ সেই ঝর্ণা শুকিয়ে মরুভূমি হয়ে উঠেছে,
গিয়েছিলাম সেখানে একটু জলের নেশায়।
গিয়ে দেখি , ক্যাকটাসে ক্যাকটাসে ভোরে গিয়েছে।
পাগলের মতো জল খুঁজতে গিয়ে ক্ষত বিক্ষত হয়েছি,
ক্যাকটাস এর কাঁটা গুলো আজ বিঁধে আছে এ শরীরে
তুলি নি কাঁটা গুলো কে, তুলে ফেলিনি এ শরীর থেকে
শুধু তোকে মনে রাখবো বলে এ যন্ত্রণাকে স্বীকার করেছি
মনে আছে তুই পাখি দেখাবি বলে জঙ্গলে নিয়ে গিয়েছিলি,
সেই ছোট্ট জঙ্গল টা আজ অভয়ারণ্যে পরিণত হয়েছে।
খুঁজে পাই নি জাগা টা, যেখানে দুজনে বসে পাখি দেখেছিলাম
রং বেরং এর কিছু পাখির পালক খুঁজে পেয়েছি,
হয়তো তারাও আজ আর নেই ওই জঙ্গলে।
কুড়িয়ে এনেছি, ডাইরির পাতায় রাখা আছে সেগুলো
যদি কখনো ফিরে আসিস সব তুলে দেব তোর হাতে
যদি মনে করতে পারিস সেই সব দিন গুলোর কথা।