শ্রাবণ মেঘের দিন
শ্রাবণ মেঘের ভেলা চড়ে
যাবো আমি বৃষ্টির দেশে
থাকবো সেথা একা মনে
গভীর আশা নিজের কাছে।
শ্রাবণ মেঘের বৃষ্টি এলে
ভরে যাবে নদী নালা
দিনের শেষে অন্ধকার হলে
নামবো আমি আলো হয়ে।
শ্রাবণ মেঘের আনাগোনাতে
লিখবো চিঠি অনায়াসে
নীল খামে মোড়া যত চিঠি
পাঠাবো আমি অজানা দেশে।
শ্রাবণ মেঘের আকাশেতে
উড়ছে চিল লাইন দিয়ে
খাবারের সন্ধান পেতে তাঁরা
যাচ্ছে কোনো বিলের খোঁজে।
শ্রাবণ মেঘের ঘুড়ি করে
উড়ছি আমি খোলা আকাশেতে
নীল সমুদ্রের জলরাশিকে
দেখেছি আমি উপর থেকে।
শ্রাবণ মেঘের খুশির রঙে
দেখেছি আমি সারা পৃথিবীকে
উঁচু পাহাড়ের চূড়া বেয়ে
দিবালোকের স্বপ্ন হয়ে।।
Subscribe
Login
0 Comments
Oldest