স্কুল মাঠ ~ পার্থ বসু
স্কুল মাঠ খানি এক পাশে তারি,,
গাছ গুলি দাঁড়িয়ে বেঁধে ঐ সারি।
পাশে তার ছোটো খাল নেই সেথা ঘর,,
সাঁকো দিয়ে লোক সেথা হয় পারাপার।
খাল সোজা গিয়ে ঐ নদীতে ই মেশে,,
পাঠশালা ঘর খানি নদীর যে পাশে।
বাঁশ বন পিছে তার করে মড়মড়,,
রাতে সেথা যেতে যেন মনে লাগে ডর।
আঙিনায় দাঁড়িয়ে ঐ বড় গাছ বট,,
পথ খানি পেড়িয়ে রয়েছে সে মাঠ।
শুকিয়েছে খাল আজি নেই সেথা জল,
দল বেঁধে কিশোরেরা মাঠে খেলে বল।
আরো কত খেলা খেলে জানা অজানা,
যত খুশি খেল সেথা নেই কোনো মানা।
পাড়ার সকল ছেলে বিকাল বেলায়,
খেলিতে খেলা সেথা সবে ছুটে যায়।
সময় ঘড়ির কাঁটা সে যে দ্রুত ছোটে?,
প্রজন্মের পর প্রজন্ম তবু খেলে এই মাঠে।