'২১' তুমি অমর
‘২১’ তুমি অমর
-ভাস্কর পাল
বাংলা আমার মাতৃভাষা, বাংলা আমার প্রাণ
বাঙালি বলে চিৎকারেতে, আছে গর্বের টান।
আমরা ভুলিনি সেই দিনটা
ফেব্রুয়ারীর একুশ-
কত বাঙালিই রক্ত ঝরায় মাতৃ ভাষার জন্য;
বাংলা মোদের সুখ-দুঃখ
বাংলাই মোদের মাতৃ দুগ্ধ
বাংলা তুমি অমর হে, একুশ তুমি অমর।
বিশ্ব জুড়ে এই দিনটি বাংলা জয়ের স্মরণ।।
Subscribe
Login
0 Comments
Oldest