অতীত অপেক্ষামান
232 total views
কবিতা, আমাকে দিয়েছে
আকাশ-এর ন্যায় শূণ্যতা।
নিস্তবদ্ধতার আবহে।
দেরী কেন তবে আর?
এঁকে যাই তার বুকে,
দীপ্তিমান সূর্যের রৌদ্দুর!
সেই রৌদ্দুর, ভরে উঠলে,
চিল এক জেগে ওঠে, অসীমের বুকে।
সে চিনে নেয় মন,
যে মন, সবুজের গন্ধে মাখামাখি।
এমনি করেই’তো কোন পুরুষ চিনে নেয়,
কোনও এক নারীর, ‘অতীত অপেক্ষমান’।
Subscribe
Login
0 Comments