অবকাশ -১২
ঠিকানাহীন অনেক পাখি উড়ে যায়
বন্দী খাঁচা ভেঙে…
মুক্তির সময় এসেছে তাঁদের।
এই ধূলো ভরা পৃথিবীতে কাঁচের হৃদয় কত ভাঙে কত গড়ে
তাঁর হিসেব নেই !
বিষণ্নতার পথ ধরে এগিয়ে চলা
এগিয়ে চলা একে একে মৃত্যুর দিকে মানুষের
দুরন্ত চিলের ডানার পালকে সংকট
শিরদাঁড়া বেয়ে বিষাক্ত রক্ত পায়ের আঙ্গুল ছুঁতে চাই।
০১.০৯.২০২৩
Copyright Reserved
Subscribe
Login
0 Comments
Oldest