অবক্ষয়
অবক্ষয়
মনকবি মোঃমেহেদী ইকবাল জয়
নিজের মতো গড়ছে নীতি
অনিয়মের রাজ,
যায় না চলা সমাজেতে
নষ্টে ভরা সাজ।
চুরি ছিনতাই মারামারি
সমাজেতে রয়,
হিংস্রতাকে পাড়ি দিয়ে
জীবন করে ক্ষয়।
বুদ্ধি বিবেক আত্মসংযম
নেই তো মনে আর,
নিজের ইচ্ছায় চলছে মানুষ
করছে জীবন পার।
কাপড়-চোপড় চাল-চলনে
নেইতো বাঁধা আজ,
ভদ্রতা সব উঠে গেছে
নাহি মনে লাজ।
জানি না কেউ কখন কোথায়
ক্ষয়ের হবে শেষ,
কখন কাটবে দুর্ভোগ জীবন
গড়বো সোনার দেশ।
Subscribe
Login
2 Comments
Oldest