অবিদিত মুহূর্ত্ত – অসীম চক্রবর্ত্তী
186 total views
পরীত পুস্পে ,শয্যায় সাজানো ,পাপড়ি বিছানো সুজনি
সৌরভী শয্যায়, মৌন লজ্জায়, বসন বয়নে রমণী
সানাই থেমেছে, ভরসার রাত্রি ,তখন চন্দ্র ওঠেনি
অচেনা পুরুষ ,পহিল রজনী ,বিত্রস্ত ঐ একাকিনী ।
তন্নিবন্ধনে, তার মননে, ভীত শঙ্কাতে নিগমন
প্রশ্নের ভিড় ,মন অস্থির ,তুচ্ছ লাগে যে বিনোদন
অবিদিত ক্ষণে ,অনিশ্চিত মনে, হলো গভীর পরিতাপ
পশুর অধম ,পাহুন পুরুষ, হয় রমণীর অভিশাপ ।
কাপাট বন্ধে ,পরিস্পন্দে, নয়ন মুদিল রমণী
আলিঙ্গন আর সঙ্গোপনে ,হৃদিরঞ্জনে রজনী
হৃদিতে সুখের ,এক পরিপূর্তি, জাগলো চন্দ্র সেজে
ভীতির সমুদ্রে, ধীর তরঙ্গে ,সানাই উঠলো বেজে ।
মন ক্রন্দন ,নিস্পন্দে সেই ,রজনীতে পেল অবেদন
নিগড়ে বদ্ধে ,নবোঢ়া নিঃশব্দে, পাইলো সুখের বন্ধন ।।