অবিনাশ
250 total views
উপরে বিস্তৃত নীল আকাশ
নিচে বিশাল সবুজ মাঠ
এই মাঠটা দেখলেই অবিনাশের কথা মনে পড়ে
আহা!
এই মাঠে কতই না খেলেছি একসময়
অবিনাশ সব খেলাই খুব ভালো পারতো
এমন কি ডাংগুলিও
পড়াশুনায় ভালো ছিল না ঠিকই
তবে খেলাধুলায় বরাবরই এক নম্বর
বড় ভাল খেলতো অবিনাশ
মাঠের হিরো ছিল
কিছুদিন আগে ওকে একবার দেখেছিলাম
এসেছিল এক দিবাস্বপ্নে
এই মাঠে অনেকে মিলে খুশি খুশি ওকে তুলে ধরেছে
একটা আনন্দ উল্লাস
একটা হই হুল্লোরের ঘূর্ণীপাকের মধ্যমণি হয়ে সে
ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে
ভীড় তাকে নিয়ে চলে যাচ্ছে দূরে, অনেকদূরে….
বিকেল পেরিয়ে সন্ধ্যা
সন্ধ্যা জমতে জমতে অবিনাশ থকথকে কালো রাত্রি
চোখ যখন খুললাম
গোধূলির রঙ মাখা চিল আকাশে ডানা মেলে ভাসছে
মাঠের দিক থেকে
একটা ক্ষীণ হইচই-এর শব্দ কানে আসতে
জানালার কাছে এসে দাঁড়িয়ে ছিলাম
একটা ছেলেকে কাঁধের উপর নিয়ে গোল গোল ঘুরছে আর সবাই
চেনা চেনা লাগছিল যেন ছেলেটাকে !
হ্যাঁ, অবিনাশেরই মতো দেখতে
সেই চুল সেই কাঁধ সেই ছড়ানো হাসি মাখা মুখটা
স্বপ্নে দেখা যেন সেই একই দৃশ্য
তফাৎটা এই শুধু
স্বপ্নের মাঠ ছিল নীল…. ।।