অভিপ্রায়
30 total views
অভিপ্রায়
হাকিকুর রহমান
প্রশমিত হোক হৃদয়ের রক্তক্ষরণ,
উজ্জীবিত হোক আত্মার অনুরণন।
প্রজ্জ্বলিত হোক চেতনার বহ্নিশিখা,
জাগরিত হোক ভাবনার চিত্রলিখা।
বিকশিত হোক বিশুদ্ধ উপলব্ধি,
তিরোহিত হোক সংক্রুদ্ধ অভিসন্ধি।
আলোকিত হোক উদ্বুদ্ধ অর্ন্তদৃষ্টি,
বিতাড়িত হোক প্রলুদ্ধ অপসৃষ্টি।
Subscribe
Login
0 Comments