কালো রাতের মূল্য

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

কবরের ভিতরটা

কি কালো, ঘুটঘুটে অন্ধকার?

হতেই পারে।

আঁধার তো কালোই হয়,

চুল কালো, কার্বন কালো।

রাত কি কালো হয়? হ্যাঁ হয়।

 

আজই সেই ভয়াল কালো রাত।

আজ থেকে পঞ্চাশ বছর আগে

আজকের সেই ২৫ মার্চের কালো রাত।

যে রাতে নিরীহ নিরস্ত্র বাঙ্গালীর উপর

ঝাপিয়ে পড়েছিল পাকি হানাদার।

রক্তের বন্যা বইয়ে দিয়ে

গুলি গুলি খেলায় মেতেছিল

সব পাকি জানোয়ার।

 

ঠিক তখনই ৭ই মার্চ একাত্তরে

গগনচুম্বী উচ্চতায় গর্জে উঠা

দুঃসাহসী এক তর্জনীর

বজ্রকন্ঠ আহ্ববান…….

এবারের সংগ্রাম

আমাদের মুক্তির সংগ্রাম।

এবারের সংগ্রাম………

স্বাধীনতার সংগ্রাম।

এ রাতেই পূর্ণতা পায়

এক নির্ভিক ঘোষনায়।

 

আর এর মধ্যদিয়েই

আমরাও পেয়ে গেলাম

কালো রাতের মূল্যে কেনা

আমাদের স্বপ্নের”স্বাধীনতা”।

 

২৫ মার্চ ২০২১, মোহাম্মদপুর, ঢাকা।

0

Publication author

offline 1 year

Md. Moktarul Alam

0
NGO Worker
Comments: 0Publics: 43Registration: 20-10-2020
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে