অভিমানের জল
108 total views
সেই যে মাগো চলে গেলি
আসবো বলে ফের,
সেদিন থেকেই টানছে এ মন
ছিন্ন কাঁথার জের!
অনেক ভাবি তোর কথা রোজ
এঁকে সবুজ মাঠ,
বুকখানি আজ তবু আমার
নৌকা হারা ঘাট!
গুড়গুড়ে মেঘ যতোই আনুক
খলশে পুঁটির ঢল,
অক্ষিতে তাই আর জমে না
অভিমানের জল!
Subscribe
Login
0 Comments