অশ্বকথন
অশ্বকথন
হাকিকুর রহমান
অশ্ব হইতে সওয়ার অবশেষে
বিভোর হইয়া
নামিলেন মর্তে,
অশ্বটি তাহার হঠাৎ করিয়া
অদৃশ্য হইলো
এক বিশাল গর্তে।
ধারনা ছিলোনা তাহার
এরূপ হইতেও পারে
কোনও ঘটনা,
যদিও বিশ্বাসযোগ্যতা ছিলোনা
তাহাতে, মনে হইয়াছিলো
সব কিছুই রটনা।
উপায়ান্তর না দেখিয়া
অশ্বকে পুনরুদ্ধার করিবার
নিদারুণ প্রচেষ্টা,
অশ্বটি সহ বাহনটিও হারাইয়া
অন্তরে আবিষ্ট হইলো
সকরুণ তেষ্টা।
Subscribe
Login
0 Comments
Oldest