অস্বীকৃত সম্পর্ক
![]()
কবিতা যেন আমার এক পরকীয়া প্রেম;
গিন্নি তাকে দেখতে পারে না,
আর আমি তাকে কিছুতেই ছাড়তে পারি না
কবিতা ও আমি-
এমনই এক অস্বীকৃত সম্পর্ক যেন,
পরিণতি যার ‘অশ্বডিম্ব’;
জানি একদিন পথিক বলবে-
ঐ দেখ যায়, ‘ছেড়ে যাওয়া এক অকবি’
Subscribe
Login
0 Comments
Oldest
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)