অ-বিনয়ী ভাগ্য
268 total views
অ-বিনয়ী ভাগ্য
আহমেত কামাল
স্বপ্ন গুলো ভাসতে লাগলো নদীতে,,,,
যেনো ভেসে আসা পলিথিন,,
ছেঁড়া জিন্সের প্যান্ট
চিপস্ এর খোসা
বেনামি প্যাকেট।
আজ আহমেত সেবার বাগানে কদম ফুঁটেছে। ছেঁড়া
আর রক্তে ভেজা।
আমি যাব না। আমি যাব না গোমতী কিংবা মহানন্দার তীরে।
হারুন’কে যেদিন বন্ধু ভেবেছি কিছুটা সময় খরচ করি
ভেজা আর
মর্মর আবহে।
ও অতোটা বিনয়ী নয়। তবুও আমাকে রোজ লিখে রাখি
রক্তের হলাহলে।
পৃথিবীর সবগুলো নদী মিশে যাচ্ছে,, আমার কষ্টে।
Subscribe
Login
0 Comments