প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আঁধার
-ভাস্কর পাল

আঁধার নামিবে বলে পাখির দল উড়ে চলে
দূরের হতে ঘরের তরে!
কীসের মায়াতে সন্ধ্যা নেমে আসে
উদাস দিনের শেষে
কাটে আলোর আভা, কাটে রবির প্রভা
দিনের অন্তিম বৈকালে।
ঢোলে পড়ে পশ্চিমে ক্লান্ত রবি বিশ্রামে
দিনের অন্ত ঘটিয়ে।।
আঁধার নামিবার তরে গৃহে গৃহে আলো জ্বলে
জ্বলে ওঠে ল্যাম্পপোস্টের আলো আঁধার কাটাতে।
কাজ সেড়ে বাড়ি ফেরে কত না পথিক সব
বেড়িয়েছিল যারা প্রভাত হতে।।
স্বঙ্খ ধ্বনি শোনা যায় দূর হতে দূরে গৃহে গৃহে
রাত্তির কে আহব্বান জানাতে।
ঝিকিমিকি তারারা সব ফুটে ওঠে আকাশেতে
দিবা কালে লুকায় ছিল মেঘেদের মাঝে।।
ওঠে চন্দ্র, কখনো কখনো অর্ধ হতে পূর্ণ
নিয়ে এক কাল্পনিক আলো।
জোনাকিরা ঝিকিমিকি আলো দেয় মিটিমিটি
ঝিঁঝিঁ পোকা করে ঝিঁঝিঁ।।
ক্লান্ত হয়ে ঝিমিয়ে ঝিমিয়ে মিটমিটিয়ে জ্বলে নেভে
নিশি তারারা রাত্রি জাগে নতুন দিনের অপেক্ষাতে।
আঁধার রাতের অন্ধকারে কত অজানা লুকায় থাকে
দিবা রবির নবীন আলোয় সব আঁধার যায় মুছে।।

0

Publication author

offline 6 months

ভাস্কর পাল

0
আমার নাম ভাস্কর পাল। জন্ম পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ব্যারাকপুর অঞ্চলে। ছোটো থেকে মায়ের হাত ধরে বিদ্যালয়ের পত্রিকায় কবিতা লেখা শুরু। বিভিন্ন যৌথ বই এবং পত্রিকায় অনেক কবিতা প্রকাশিত হয়েছে। তাছাড়া নিজস্ব একটি কবিতার বই 'ফুলঙ্গিনী' প্রকাশিত হয়েছ।
Comments: 0Publics: 121Registration: 10-07-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে