আজকাল সেই ব্যথার ব্যবসা বন্ধ দিলাম, জানো !

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

আজকাল সেই ব্যথার ব্যবসা বন্ধ দিলাম, জানো,
লাভ ক্ষতির তো কথাটা নয়, ব্যাপারটা অন্য,
তোমার শুনে লাভ কিছু নেই,
কারণ তোমার জন্য,
এখানে আর লাভ কিছু নেই, খালি দেখনহাসি !
ভুলেও যেন ভেবো না আর তোমায় ভালোবাসি !

ভালোবাসার কথাই যদি উঠলো তবে শোন,
ভালোবেসে নিজের মতো হারিয়েছিলাম মন,
সেখানে নেই কেউ, কেবল আমি
সে আমি এক নরম মানুষ, সে আমার বোকামি
তার একজন মনের মানুষ হয়তো কোথাও ছিল,
হরির লুঠের মতোই দেদার প্রেম পিরিতি নিলো !
দিন ফুরোলো, আর ফুরোলো তাহার যাওয়া আসা,
হারিয়ে গেলো মন-মাধুরী মধুর ভালোবাসা,
হঠাৎ সে জন হারিয়ে গেলে হঠাৎ করে দেখি,
সেই মধুবন কাঁটা এখন, অন্যরকম এ কী !
হঠাৎ দেখি সে জন অন্য, সে জন তুমি নও,
মিথ্যে কেন কথার কথা কও,
মিথ্যে কেন ছোট্ট কাঁধে এতটা চাপ বও,
ভাঙলে জানি চাপে,
ভাঙলো যদি কাঁচের পুতুল আগুন আঁচের তাপে,
কাঁদবো কেন ? কিসের মনস্তাপে ?
পুতুল সেতো পুতুল খালি, আমার দেওয়া প্রাণ
কোথায় কিসের ভালোবাসা কিসের অভিমান !

বিঁধলো কিছু কাঁচের টুকরো, টুকরো আমি হয়ে,
না হয় পথে চলতে চলতে দিলাম রয়ে সয়ে
টুকরো আমি কাউকে পথিক, তাই বলে কি ভাই
থাকবো ব্যথায়, ছেঁড়া কাঁথায় শোয়া আমার চাই ?
ছেঁড়া খাতায় আমার হিসেবে লিখবো না কক্ষনো !
আজকাল সেই ব্যথার ব্যবসা বন্ধ দিলাম, জানো !

0

Publication author

offline 6 months

হিয়া রাজা

15
হিয়া রাজা কতখানি কবি জানিনা কিন্তু চেষ্টায় আছে বেচারি। আদতে যন্ত্রবিদ, কিন্তু আন্তর্জাতিক কর্পোরেট জগতে বজ্জাতি করছে দীর্ঘদিন।হিয়া রাজা প্রবাসী, কবিতা লেখে খেয়ালে, নিজেকে কবি বলেনা, পাঠক কবিতা পড়ে সুখী হলে তার ওপরে কথা নাই।
Comments: 28Publics: 66Registration: 19-08-2023
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে