প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 332 total views

স্বপ্নেতে দেখি কাল জঙ্গলে গিয়েতে

বসেছে বিশাল ভোজ সিংহের বিয়েতে

পশু পাখি যারা যারা যা জিনিস রোজ খায়

আজ তারা সে না খেয়ে ডিফারেন্ট খেতে চায়

 

সিংহের ইচ্ছে সে খাবে শুধু ফিশফ্রাই

হনুমান বলে তার বিরিয়ানি চাই ই চাই

ব্যাঙেরা বেগুনি পেলে আর কিছু চায়না

হাতি গুলো হটডগ ছাড়া কিছু খায়না

বাঘমামা দিয়ে হামা মাখনটা চেটে খায়

হরিণেরা হুটোপুটি করে কফি খেতে যায়

গরু বলে ঘাস খেয়ে হয়ে গেছি খুব বোর

চিকেন মটন চাই ইয়ে দিল মাঙ্গে মোর

হুলো দেখি মাছ ছেড়ে সন্দেশ খাচ্ছে

বলে এতো দিনে এলো দিন মোর আচ্ছে

চিনি খেয়ে পিঁপড়ের মধুমেহ হয়েছে

তাই তারা আজকাল তেতো খেয়ে রয়েছে

গন্ডার স্লিম হতে স্যালাড টা খেয়ে যায়

কুমিরেরা কালিয়াটা কাড়াকাড়ি করে খায়

চকলেট গুলো নিয়ে চিতা দিলো একছুট

জেব্রাটা বলে খাবো চানাচুর ডালমুট

লুচি ছাড়া ছাগলেরা আর কিছু খাবে না

সব দই হিপো খেলো আর কেউ পাবে না

গোরিলাটা পানগুলো গোগ্রাসে খেলো সব

পাখিরা পেপসি খেয়ে করে খুব কলরব

 

সারারাত এইসব কান্ড যা দেখলাম

ঘুম ভাঙতেই এই কবিতাতে লিখলাম

0

Publication author

offline 2 years

কাশ্যপ

0
Hope is the thing with feathers
That perches in the soul
And sings the tune without the words
And never stops - at all
Comments: 0Publics: 1Registration: 05-05-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)