আজ স্বপ্নে তুই
তোর পাড়ায় বুঝি এখন সন্ধ্যে,
এখানে ওখানে, নিয়ন আলোয় সেজে গুজে বসে দোকানঘর,
ঝুটো গয়নায় সেজে ঝিকিমিকি মায়া ও মমতাগুলো শহরের গলায়,
অনর্থক বাসন্তী হাওয়ায়,
কার অপেক্ষায় গুনগুন করে।
এতক্ষনে, তুই নিশ্চয়ই,
এলোচুল আলগোছে পিঠে নিয়ে,
গড়িয়াহাট মোড়ে,
টেরাকোটা গণেশ কিংবা টেবিল ক্লথ হয়ে,
বাসস্টপে।
উল্টো ফুটে হাতে সিগারেট,
আড়চোখে, যে বাতিল ছেলেটা মুগ্ধ বিস্ময়ে তোকে মেপে যায় নারী – সে আমি।
আজ স্বপ্নে তুই তার, মুখে মুখ বুকে বুক রেখে জীবনে ফেরাবি।
Subscribe
Login
1 Comment
Oldest