আবেগ
তোমার কথা বড্ড পরছে মনে, তাই লিখছি আজকে দুটো লাইন,
একবার ফিরে এসো প্রিয়তম, বিধাতার গড়া ভেঙে দিয়ে আইন।
তুমিই বলো কতদিন হয়ে গেছে হয়নি যে তোমার সঙ্গে দেখা?
একবার তুমি ফিরে এলে পরে, হবে সার্থক আমার এই লেখা।
জানিনা যে আমি কেমন আছো তুমি, আমি নেই আজ ভালো,
জিবনে আমি সব পেয়েও আজ, হারিয়ে ফেলেছি আলো।
তোমার জন্য সারা জিবন আমি অপেক্ষা করে যাবো,
বলতে পারো কোথায় গেলে তোমাকে খুঁজে পাবো?
হয়তো তুমি আমার মতোই ভাবছো ওখানে বসে,
আবার যদি আগের মতো দিন গুলো ফিরে আসে।
জানি আমি করেছি যে ভুল, তার হয়না কোনো ক্ষমা,
তাইতো ভুল আজ বুজতে পেরে দিয়ে চলেছি গুড়ি, হামা।
লিখতে বসে কেনো জানিনা, পরছে চোখে জল,
অল্প হলেও এটাই হয়তো আমার কর্মের ফল।
ক্ষমা কোরো তুমি কলম ধরেছি রাখতে পারিনি কথা,
আমার হৃদয়ে আজ আবার উঠেছে চাপা পরে যাওয়া ব্যাথা।
এখানেই আজ করলাম আমি এই কবিতার শেষ,
তোমাই নিয়ে লিখতে পেরে হালকা লাগছে বেশ।