আমাকে ভাবায় তবু..
![]()
ছুঁয়ে দিলে মরে যাবে সব আকুলতা
অভিমান সেরে যাবে চোখাচুখি হলে
আমাকে ভাবায় তবু একটাই কথা..
স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে!
সে শহরে মেঘ নেই আকাশের কোন
যে যার কান্না নিয়ে ডুব দিয়ে আছে
বাতাস গান গায় যদি তুমি শোনো
যেখানে প্রেম ছিল স্মৃতি হয়ে গেছে
গাছেরা দিচ্ছে ঝুঁকে ছায়া শীতলতা
ফুল ও ঝড়ে যাবে সময় ফুরালে
আমাকে ভাবায় তবু একটাই কথা
স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে
মন ঘরে কয়েকটি স্মৃতি গোছানো
অভিমান ফিরে আসে অভিযোগ চিনে
সেদিনের ডাক আছে, আছে পিছুটান ও
হয় তো হবে না দেখা চোখে চোখ চিনে
লোকে বলে অভিযোগ ,কেউ নিষ্ঠুরতা
পথ মিলিয়ে যায় অবহেলা হলে..
আমাকে ভাবায় তবু একটাই কথা
স্মৃতিরা কোথায় যাবে তুমি চলে এলে!
~ মন সায়রের পাড়ে।।
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)