আমাদের দেখা হলে
236 total views
আমাদের দেখা হলে কতো চিল উড়ে যেতো
কতো শালিক ডানা মেলতো
কতো ময়না কথা বলতো
সে সব দিন আর নেই
তবুও বৃষ্টি আসে শহরে লিখতে বিরহ ।
একদিন তুমি আসবে নিতে ফুল
আমার সমাধির উপর থেকে
সেদিন হবে কথা চোখের সাথে
অন্তরে কতো ফুটেছিল ফুল
সেই ফুলে মালা করে পড়িয়ো তুমি অন্য প্রেমিকের গলে।
আমাদের দেখা হলে কতো মানুষ পথ চিনতো
যে হারিয়ে ছিল পথ সে ও পথ চিনতো
শুধু তোমাকে দেখবে বলে।
আজ নেই কিছু –
গোলাপের বীজ শুকিয়ে গেছে
মরুভুমি হয়েছে জীবন
আকাশ তবুও নীল রঙে।
চোখে ভাসে কতো আশা
কিন্তু কি হবে সে নেই ভালোবাসা
তবুও যে সে আমারি হয় বিরহে
রাতের ছায়া অদ্ভুত লেখা ।
Subscribe
Login
1 Comment
Oldest