আমার মনের মেঘ তুমি
নারী তুমি অপরূপ কথা
কভু ভালোবেসে পাই যে ব্যথা,
তোমাকে ভালোবাসতে গিয়ে;
লিখেছি অমর প্রেমের কবিতা।
তুমি ভুলে যেও না গো,
এই সহজ সরল মনটা কে,
তুমি কষ্ঠ দিও না গো;
যে আসল ভালোবাসে তোমাকে।
তোমার প্রেমে অন্ধ আমি,
শান্ত হল মনের যন্ত্রণা;
আমার মনের মেঘ তুমি
আঁধারে আলোকিত এক জ্যোৎস্না।
তুমি ভুলে যেও না গো,
অন্য কারো হাত ধরে
তুমিহীন আমি শূন্য হব;
যাব মরে প্রেমের অন্তরে।
আমার মনের মেঘ তুমি
এ হৃদয় আকাশে ভেসে ভেসে,
এলে তুমি আর যেও না গো;
শুধু আমাকে ভালোবেসে॥
Subscribe
Login
0 Comments
Oldest