আমার শহর
চিন্তা ছাড়া মানুষ নয়
মিথ্যে নিয়মের ব্যাস্ত শহর আর
ঘুমের অভিনয়,
হঠাৎ জেগে উঠতেই
কুয়াশা চোখ ছুঁয়ে যায় ।
একটা দীর্ঘনিঃশ্বাসের আওয়াজ
আর চুপ করে থাকা।
চুপ করে থাকা নিরব আলোর মুখটা
একটা ট্রান্সপারেন্ট চাদরে ঢাকা।
ঠিক যেন কাঁচের দেয়াল
আর সেই দেয়ালটার এপার ওপার ।
সবটাই অনেক পরিষ্কার, অনেক ষ্পষ্ট
দেখতে পাওয়া যায় ,কিন্তু
ওপারের আওয়াজ এপারে আসতে পারে না।
নিরব আলোর সাদা চাদরে ঢাকা মেঘের শহর
আর সেই শহরের ব্যস্ত মানুষ।
Subscribe
Login
0 Comments
Oldest