আমার শহর

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

চিন্তা ছাড়া মানুষ নয়
মিথ্যে নিয়মের ব্যাস্ত শহর আর
ঘুমের অভিনয়,
হঠাৎ জেগে উঠতেই
কুয়াশা চোখ ছুঁয়ে যায় ।
একটা দীর্ঘনিঃশ্বাসের আওয়াজ
আর চুপ করে থাকা।
চুপ করে থাকা নিরব আলোর মুখটা
একটা ট্রান্সপারেন্ট চাদরে ঢাকা।
ঠিক যেন কাঁচের দেয়াল
আর সেই দেয়ালটার এপার ওপার ।
সবটাই অনেক পরিষ্কার, অনেক ষ্পষ্ট
দেখতে পাওয়া যায় ,কিন্তু
ওপারের আওয়াজ এপারে আসতে পারে না।
নিরব আলোর সাদা চাদরে ঢাকা মেঘের শহর
আর সেই শহরের ব্যস্ত মানুষ।

0

Publication author

offline 2 months

প্রত্যাশা

0
লিখতে ও পড়তে ভালবাসি তার মাঝে একটু লেখালেখির চেষ্টা
Comments: 0Publics: 1Registration: 14-11-2024
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। জমিয়ে তুলুন কবিতার আড্ডা।