আমি আর শূন্যতা
20 total views
আমি আর শূন্যতা
আহমেত কামাল
একটা ধূসর সকাল
ঠোঁটে নিয়ে উড়ে যাচ্ছে,,,
ভাত শালিকের মা।
টাওয়ার দখলে রাখা পাখিও’রাও উড়ে যাচ্ছে মহানন্দার দিকে,,
যেখানে আমার চোখ
রোজ সেলাই করে থাকে নদীর কথাবার্তা।
আমিও যাচ্ছি,, তবে আমার পাশের সিটে বসে আছে
শূন্যাতা।
শূন্যতা আমাকে বারবার ছুঁয়ে দ্যাখে
ভেতরে কত জ্বর! _ আহমেত
,,,,
Subscribe
Login
0 Comments