আলোর খোঁজে
330 total views
আলোর খোঁজে পঙ্কজ সূত্র ধর (কোচবিহার)
বাহিরের আলো দিয়ে কতটা খুঁজে পাবে
বিনা সুতোয় টানা পড়ে বাহ্যিক জগতে!
ডুব দিয়ে দ্যাখো একবার অপ্রান্তর আকাশে
কতটা হাবুডুবু খাচ্ছো মনের অন্দরে ?
ধু ধু মরুভূমির মরীচিকা যত
বসবাস করেছে ততো জলহীন সমুদ্র ।
আলোর খোঁজে আলোর মাঝে
ডুব দিয়ে দ্যাখ নিজের মাঝে,
জগৎ আলো সর্বনাশা, সব যেন এক গোলক ধাঁধা ।
Subscribe
Login
0 Comments