“আলো নয়, প্রতিশোধ”
![]()
“আলো নয়, প্রতিশোধ”
আমি তোমার জাতীয় সংগীত নয়,
আমি তার বিপরীত—
একটা কষ্টে কাঁপা কণ্ঠ,
যার প্রতিটি ছন্দে রক্তের ফোঁটা।
আমি পতাকার সেই সবুজ,
যা আসলে জমে থাকা ঘাসে মিশে যাওয়া লাশের গন্ধ।
আমি লাল রঙ নয়,
আমি তার নিচের কালো ছোপ—
যে বলেছিল, “স্বাধীনতা এসেছিল, কিন্তু কে এনেছিল খুনের দায়?”
আমি আলো নয়—
আলো তো চায় ক্ষমা, আলো তো চায় মূর্ছনা,
আমি চাই না ক্ষমা।
আমি চাই
সেই অবকুন্ঠদের জিহ্বা ছেঁটে নেওয়া হোক,
যারা মুক্তিযুদ্ধের গান গেয়ে ব্যবসা করেছে।
আমি চাই
জাতীয় কবির মূর্তিতে আগুন ধরুক
যদি সেই মুখ নীরব থাকে ধর্ষিতার রক্তে।
আমি চাই
পাঠ্যবইয়ের প্রতিটি মিথ্যা নাম পুড়ে যাক—
আমরা যারা মরে গেছি, আমাদের নাম নেই,
আর যারা বেঁচে আছে, তারা বিক্রি হয়ে গেছে পতাকা ধরে।
আমি প্রতিশোধ চাই—
বইয়ের, বুলেটের, ব্যালটের,
আমি প্রতিশোধ চাই কালি দিয়ে নয়,
বিষ দিয়ে, আগুন দিয়ে, অনুতাপ দিয়ে নয়—
অসীম ঘৃণা দিয়ে।
আমি চাই
ইতিহাস আমার হাতে ধরা থাকুক—
একটি ছুরি হয়ে,
যা দিয়ে আমি সময়ের ঘাড়ে লিখবো:
“তোমরা জাতি নও—
তোমরা এক দলে ভাগ করা ভুল ইতিহাস।”
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)