আসক্ত ভাবনা
20 total views
আসক্ত ভাবনা
মোহাম্মদ মুছা
জীবনের পরতে পরতে পদচিহ্ন রেখে
নিজেকে আড়াল করেছো,
এই শহরে এমন কোন অলিগলি নেই
তোমাকে খোঁজা হয়নি,
তবুও থেমে নেই খুঁজছি আজো খুঁজছি,
কদম, হাসনাহেনা, বেলি ঝরে পড়ুক
তামাম হবে এই শহরের বাতাস
ভেজা কোপার সুবাস লুকাবে কেমনে,
আমি যে তীর আছি আমার পনে।
হ্যামিলনের বাঁশিও আছে,
যেদিন সব থেমে যাবে, তুলে দিবো সুর
বেলা শেষে সামলাবে কেমনে নিজেকে?
তখন তোমায় নিয়ে ডুব দিবো অথৈই জলে,
নীল সাগরে,
Subscribe
Login
0 Comments