একটি কথা দাও
258 total views
একটি কথা দাও…
তুমি আমারে ভালোবেসে
আকাশ বাতাস মরু পাহাড়
সাগরের মতো; করে।
বিকেলের নক্ষত্রের আলোয়
আমার মরণ আসিয়াছে
একটি কথা দাও তুমি
চঞ্চল দীপশিখার আলো হতে
গহীন অন্ধকারের সততার মতো করে।
শোনা গেলো দূর প্রান্তরের বুকে
রাত’কে পাহারা করে
নির্মল মেঘের ছোটাছুটি,
একটি কথা দাও তুমি
গাছের আটকে রাখা শিকড়ের মতো করে।
বিষন্ন সভ্যতার ইতিহাস
বন্দিশালার কারাগারে
রাজকুমার রাজত্ব করেছিল যেখানে,
একটি কথা দাও তুমি
বৃষ্টির ঢেউখেলানো রাশির মতো করে।
বনানীর শাল-চন্দনের পাতা হতে
শিশিরের সোনালী রোদ্দুরের
মিষ্টি হাসির মতো করে
রামধনুর সাতটি রঙে
একটি কথা দাও তুমি আমারে।।
০২/০৭/২১
Subscribe
Login
0 Comments