একটি গোপন লেখা – অসীম চক্রবর্ত্তী
রানি, তুমি আবার সেজেছো! … না সাজলেই পারতে
একি! তোমার রাজবাড়িকেও সাজাচ্ছো! চাইবে কি কেউ দেখতে
তোমার রাজবাড়ির ভাঙ্গা দেওয়ালে খসা বালি আর অকেজো গাছ
শুকনো রাজসরোবরে হয়তো কচুরিপানা আর জিওল মাছ
তোমার সিংহদুয়ারে আজ অজস্র কুঞ্চিত ভাঁজ
তুমি সেজেছো ঠিকই কিন্তু কোথায় যেন হারিয়েছে সেই লাজ
তোমার রাজবাড়ির সেই ঝুল বারান্দা আর কাউকে মোহিত করে না
রাজপ্রাসাদের গঠনও নজর কাড়ে না –
তুমি না সাজলেও পারতে … তোমার রাজবাড়িকেও না সাজালে পারতে
রাজবাড়ির ঐ ছাদ, খিলানেও ভগ্নতার ছাপ
হয়তো সভাকক্ষেও হবে স্যাঁতসেতে ভাব
ঐ রাজবাড়ির বাগানে ফুল ফোঁটে কি?
ভ্রমরের দল আজ আসে কি?
তোমার রাজবাড়ি যে হারিয়েছে প্রভা
দখল নিতে আসে না ,ডাকেও না কেউ সভা।
তাই তুমি আর সেজো না । রাজবাড়িকেও ।।