একটি ফুলের হাসি

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

দাও গো বিধি একটি ফুলের হাসি!
যার ঘ্রাণে সব হিংসা বিভেদ
হবেই পরবাসী।
গাইবে পাখি গীত,
দেখবে গো-ছাগ অবাক চোখে
চৈতি ধুলোর ভিত।

সুজন বেশে পেয়ে মেঘের সাড়া,
থাকবে মেতে মৌসুমী বায়
কাঞ্চা নদীর ধারা।
আশায় বেঁধে প্রাণ,
চষবে মানুষ যার তরেই রোজ
শ্যামল বাটের গান।

1

Publication author

4
কবির জন্ম ১৯৭৫ সালের ১৫ই আগষ্ট, নওগাঁ জেলাধীন আত্রাই থানার অন্তর্গত কয়েড়া গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে। পিতা মরহুম বয়েন উদ্দিন প্রাং ও মাতা মরহুমা লুৎফুন নেছা। কবি বর্তমানে একই থানার অধিনস্থ পাঁচুপুর গ্রামে স্থায়ীভাবে বসবাস করছেন।
Comments: 18Publics: 79Registration: 30-08-2022
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে