একটি লাল চিঠির কাহিনী

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

Loading

লাল মৃত্যু ডেকেছে আঘাতে আঘাতে

আজ তোমরা সবাই চির ঘুমে।।

 

 

এসেছে খবর লাল চিঠির পাতায়

সবাই কেমন বাড়ছে নীরবে ,

কালো পেন্সিলের রঙে

অঙ্কিত হচ্ছে কত নতুন শহর।।

 

 

আমরা বুঝবো না পৃথিবীকে এ জন্মে

আরো একটা নতুন পৃথিবীর পত্তন ঘটবে

নক্ষত্র থেকে ছিটকে এসে –

আকাশ-বাতাস-মরু-পাহাড় কতটা জায়গা নেবে

নতুন পৃথিবীর মানচিত্রে !!

 

 

আমি বরং ঝরা পাতার কথা লিখি

আর লিখলাম না গোলাপের কাহিনী ,

একটি লাল চিঠির কাহিনী

নর মন্দিরের চিলেকোঠায় ভিজে মরে।

জীর্ণ হাতে কলম ধরে

অক্ষর কি ক্ষমতা দিতে পারে ?

হ্যাঁ হয়তো বেশ পারে

সাদা পৃষ্ঠা লাল করতে

ল্যাম্পপোস্টের নীল আলোতে।।

 

 

 

 

 

 

0

Publication author

1
লেখক-অভিজিৎ হালদার গ্রাম-মোবারকপুর পোষ্ট-ফতেপুর থানা- হাঁসখালী জেলা-নদীয়া পশ্চিমবঙ্গ ভারতবর্ষ আমি নিজেই নিজের শত্রু তাই তো বিরহ বারে বারে ফিরে আসে।
Comments: 1Publics: 555Registration: 15-04-2021
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

আপনি কি গল্প পড়তে ও লিখতে ভালোবাসেন? তবে বাংলা গল্প এবং অডিও স্টোরি প্রকাশ করার জন্য আজ‌ই যুক্ত হন আমাদের নতুন গল্পের সাইটে