একটু করে, পূর্বমুহূর্ত
198 total views
একবার উঠে দাঁড়ালেই,
চলতে হবে।
যতনা পরিশ্রান্ত হই,
এগোতেই হবে।
গ্রীষ্ম,শীত,বর্ষা,
সব সয়ে নিয়ে,
জীবনের দায়,মাথা ভরা,
মৃত্যুর দিকে ক্রমে।বসেথাকলে, তবু,
কিছু যায় আসে না,
গাছের পাতা, মাটির ধূলো,
স্পষ্ট করে যায় দেখা।
জীবনের দায়, আরনয়,
মনে হয়, আরও আছে,
একটু করে, পূর্বমুহূর্ত,
জন্মের দিকে, এগিয়ে চলে।
Subscribe
Login
0 Comments