একদিন আমারও ছিল
172 total views
একদিন আমারও ছিল
ছিলো ছিলো,
একদিন আমারও
মনে প্রেম ছিলো।
গান ছিল
বাঁশরি ছিল
মন্দিরা ছিল।
তবুও কি যেন
নেই ভেবে
গুনতে হতো প্রমাদ।
ভ্রান্তির মায়াজাল
ভুলিয়ে দিত
হারানোর ব্যথা।
শুরু হলো
জীবন ঘষে যুদ্ধ।
কিন্তু কি আশ্চর্য!
আমার কর্ষিত মাঠে
ফসল ধরলো
কেবলই আর্তনাদ।
Subscribe
Login
0 Comments