একলা মন
46 total views
অঝোরে ঝরে পড়ে আষাঢ়,
এগিয়ে যাই জানালায়, হাত বাড়িয়ে দেই
অনুরণনের অনুভূতি মাখি,
হালকা হই, সেরিব্রাল সারা দেয়।
মনের অসুখ বায়না ধরে,
অলস দুপুর জানালায় আটকে থাকে;
মাটির ভেজা গন্ধ মেখে,
গরম নিয়ে আসে, ভারী মেঘ;
দেখি বর্ষা নুইয়ে পড়ছে, আমপাতা বেয়ে
তবুও জানালায় ঠায় দাঁড়িয়ে ।
বেলাল্লা পনার মতো, জলের ঝাপটায়
সিক্ত হচ্ছি মনেপ্রানে;
জোড়া চড়ুইয়ের খুনসুটি ঝরে পড়ছে
ভেজা পাখনায়;
সশব্দ বৃষ্টিরা গাছের ওপর,
সন্ধ্যা নামে, শঙ্খ বাজে;
ঝি ঝি পোকা আর কোলাব্যাঙের
ডাকে, রাত গাঢ় হয়;
পৃথিবীর একপিঠ ঘুমিয়ে পড়ে,
শুধু, রাস্তার হ্যালোজেন জেগে রয়।
Subscribe
Login
0 Comments