একুশ আমার
208 total views
একুশ আমার মায়ের কহন
উপলব্ধির টান,
একুশ আমার বিসর্জিতর
আপগা রক্ত স্নান।
একুশ আমার হলুদ গাঁদার
ফেব্রুয়ারীর নোটে,
বিলিয়ে দিতেই শহীদ মিনার
অঢেল অঢেল ফোঁটে।
একুশ আমার কৃষ্ণচূড়ার
লাল বিজড়িত রং,
শহীদের সেই জেগেছে রক্ত
ডালে ডালে বিচরণ।
একুশ আমার বাংলা ভাষার
আত্মত্যাগের ছক,
একুশ আমার একুশে মেলার
একুশের ই পদক।
একুশ আমার সকল কবির
লেখনীর প্রিয় ভাষা,
একুশ আমার কাব্যগ্রন্থে
আমার বাংলা ভাষা।
Subscribe
Login
0 Comments