একেকদিন
একেকদিন ইচ্ছে করে সমস্ত লাথি মেরে ফেলে,
নাক বরাবর পথ ধরে সোজা চলে যাই,
কারোরই ধারিনা ধার,
আমি কে, বোঝাই ঠিক ঠিক
এক একদিন ইচ্ছে করে
রাস্তার ধারে শুঁয়াপোকাটাকে বলি- সুপ্রভাত
কেমন আছেন আজকাল ? শরীর গতিক ?
একেকদিন আকাশের চাঁদোয়াটা বড্ড নীচু, অন্ধকার,
গোঁজা ঘাড়, হাওয়া কম, বন্ধ দমে কি যে হাঁসফাঁস,
একেকদিন এতো আলো, কে জ্বালালো, এতো ভালো
জীবনের সমস্ত উঠোন জুড়ে মলয় বাতাস !
একেকদিন তোমাকে চিনি না, আমার দেয়াল শুধু আমি আর আমি,
একেকদিন, দিন জুড়ে কিচ্ছু নেই, আমি বলে কেউ নেই, শুধু তুমি, তুমি আর তুমি !
Subscribe
Login
1 Comment
Oldest