এগিয়ে যাওয়াই সময়ের ধর্ম
![]()
সময় থেমে থাকে না
কোনোদিন না।
মানুষকেও একদিন থেমে যেতে হয়
কিন্তু সময় কোনোদিন থামে না
সময় শুধু এগিয়ে যায়।
ঝড়কেও একসময় থামতে হয়
কিন্তু সময় কখনও থামে না
সময় শুধু এগিয়ে যায়।
বৃষ্টি পড়াও একসময় বন্ধ হয়ে যায়
কিন্তু সময় তবু এগোতে থাকে।
সূর্যও একসময় অস্ত যায়
কিন্তু সময় কখনও অস্ত যায় না
সময়ের অস্ত নেই।
মোমবাতি জ্বলতে জ্বলতে একসময় নিভে যায়
কিন্তু সময় কখনও নেভে না
সময় এগিয়ে যায়
এগিয়ে যাওয়াই সময়ের ধর্ম।
পাখির ডাকেও একসময় বিরতি আসে
কিন্তু সময় জানে না বিরতি কী।
পাখি যখন নিশ্চিন্ত মনে নিজের বাসায় বিশ্রাম নেয়
তখনও সময় এগিয়ে চলে।
গাছও ছোটো থেকে বড়ো হয়ে
একসময় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করে
কিন্তু সময়ের মৃত্যু নেই
সময় অমর
সময় শুধু এগোতে জানে।
সময় কখনও থামে না
সবকিছু থেমে গেলেও সময় এগিয়ে যাবে।
—- অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/৫/২০২৫
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)