এত পাখিদের গানে
বিকেলের আলো,
ঢলে পড়ে গেলে,
একটা স্টেশনে একা।
সামনের গাছে,
তাকিয়ে দেখি,
পাখিদের আসাযাওয়া।
এ মুহূর্তে আর,
এ জীবনে, বোধহয়,
হয়েছি, নিঃস্ব একা।
ভাল লাগে, আজ,
এত পাখিদের,
একসাথে, দল বাঁধা।
ভাল থাক তারা,
নিজেদের সাথে,
একা না হওয়ার আনন্দে।
একটা বিকেল,
ভরা থাকল,
এত পাখিদের গানে।
Subscribe
Login
0 Comments
Oldest