ওতো, তোমারই সাথে সহবাসে

প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍

 276 total views

*ওতো, তোমারই সাথে সহবাসে *                                                                                            ***কল্পতরু ***

সকালে ঘুম থেকে উঠে

নিজেই নিজেকে একটু চিমটি কেটে;

ওহো, আমি বেঁচে আছি!

জীবন্ত মানুষ, সেকি কখনও

মরনের কথা ভাবতে পারে?

না,না,না,কখনোই না !

বরং উল্টোটি-

এমনই কর্মবিস্তার

যেন অজেয় অমর !

ক্ষনিকের ভূলেও সেকি জানতে চায়

জীবন, তুমি মৃত্যু থেকে কত ব্যবধানে?

একশত বছর, একশত মাস, একশত দিন,

ঘন্টা, মিনিট, সেকেন্ড, বা সেকেন্ডরও কম?

তুমি কত ব্যবধানে ?

তুমি বলবে সত্তর বছর,

কেননা মনুষের গড় আয়ু তাই!

না,না,না-

তুমি বলবে ছমাস,

কেননা পাশের বাড়ীর কাকুর ক্যনসার হয়েছিল,

ছ’মাসই  ছিল বটে !

না,না,না-

তুমি বলবে চোদ্দদিন বা আরো কম,

কেননা  এতো   করোনা  (Corona) কাল!

না,না,না-

তুমি বলবে চারদিন,

কেননা লাল্টুর এক্সিডেন্ট হয়েছিল,

চারদিনই তো সে ছিল !

না,না,না-

তুমি বলবে ৭২ ঘন্টা,

কেননা ডাক্তারবাবু তো তাই বলে!

না,না,না-

তুমি বলবে  ২৪ ঘন্টা,

গতকালই ঐ আগরওয়াল বিল্ডার্স এর মালিক

কত টাকা পয়সা তার, বেচারার  হার্ট আ্য়টাক এসেছিল,

২৪ঘন্টা -সে সময় ও সে পায় নি!

জীবন,তুমি বিজ্ঞানের গর্বে নিয়ে,

তর্কবিদদের উষ্কানিতে তত্ব কথা বল!

জীবন, তুমি বুঝতেই পার না,

ও তো, তোমারই সাথে সদা সহবাসে!!

*********

Date: 14th May, 2021                                                                                                                                                        

Place: A1-KDAR

 

0

Publication author

offline 2 years

Kalpataru

0
Reader, Learner and Writer
Comments: 0Publics: 2Registration: 01-05-2021
প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন :--👍
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

পরিচিতি বাড়াতে একে অপরের লেখায় মন্তব্য করুন। আলাপের মাধ্যমে কবিরা সরাসরি নিজেদের মধ্যে কথা বলুন। (সহজেই কবিকল্পলতা প্রকাশনী ব্যাবহারের জন্য আমাদের এপ্লিকেশনটি ইন্সটল করে নিন)