কটাক্ষ || প্রিন্স রোমান পিকিউ এর কবিতা
![]()
আমাদের চিন্তার খোয়াবে,
যেদিন থেকে অশ্লীল বায়নারা প্রশ্রয় পেয়েছে,
সেদিন থেকে, ঠিক সেদিন থেকেই
আমাদের মস্তিষ্কের নগ্ন যাত্রা শুরু।
যবে থবে এ নগ্নতার সূত্রপাত
তবে থেকে, ঠিক তবে থেকেই-
অতি অত্যাধুনিক বাঙাল হয়েছি আমরা।
যে বাঙাল ভাতের কাঙাল ছিল
সে বাঙাল ভাত ভুলে হয়েছে,
দেহের কাঙাল, যৌনতার কাঙাল।
একটা মানবতা বিক্রির জন্য
গোটা বেলা পতিতার স্বামী হয়ে,
সতীত্বের অপারগতায় কিসের প্রকাশ!
কামনা বেচতে এত তাগদা যার,
সুখ কি তার, কিছানা বালিশে আবদ্ধ থাকে?
থাকেনা, থাকেনা বলেই
শরীর ছাড়া সে পুরুষ মোটেও হাসে না।
সে পুরুষ হাসেও না, বাঁচেও না।
দুই টাতার বেশ্যা ছাড়া, ওরা
হাসতেও ভুলে যায়, বাঁচতেও ভুলো যায়।
ওরাই মরদ, ওরাই পুরুষ, কামেরো কামী-
যারা গোপনে, পতিতার অপমানের স্বামী।
(প্রিন্স রোমান পিকিউ)
![কবিকল্পলতা প্রকাশনী [Kobikolpolota Prokasoni]](https://prokasoni.kobikolpolota.in/wp-content/uploads/2020/08/pro-nw-m-logo.png)